নাটোরে পৌর মেয়রসহ ২৬৭ জনের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি.

নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ মোল্লাসহ ২৬৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। শুক্রবার সকালে গুরুদাসপুর থানা পুলিশ বাদি হয়ে এই মামলা করেন।
শুক্রবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস। তিনি বলেন, বৃহস্পতিবার উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভা নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছয় পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন।
তিনি বলেন, এ ঘটনায় শুক্রবার সকালে গুরুদাসপুর থানার এসআই সাইদুজ্জামান বাদি হয়ে পৌর মেয়র শাহনেওয়াজ মোল্লাসহ ২৬৭ জনের বিরুদ্ধে মামলা করেন। এতে ৬৭ জনের নাম উল্লেখ করে এবং ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গুরুদাসপুর উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
কিন্তু তার আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী মোল্লার কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করতে থাকে।
সকাল ১১টার দিকে শাহনেওয়াজ আলী মোল্লা তার কর্মী-সমর্থকদের নিয়ে উপজেলা পরিষদের সমন্বয় কমিটির সভায় যোগ দিতে যাচ্ছিলেন। এসময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাকবিতণ্ডা হয়।
একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। এতে ছয় পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ