Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
নারায়ণগঞ্জ সদর উপজেলায় পুরনো দেয়াল ভাঙার সময় আচমকা ধসে এর নিচে চাপা পড়ে ৩ বোনসহ ৪ জন নিহত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাগলা বাজারের শান্তিনিবাস এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ওই এলাকার ট্রাক হেলপার সাইফুল ইসলামের মেয়ে লামিয়া (১২), লাবণী (৮), লিমা (৩) ও স্থানীয় বাসিন্দা মোস্তফা (৩০)।
এ ছাড়া এ ঘটনায় ইউসুফ ও সাদেক নামে আরও দুই ব্যক্তি আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতারে ভর্তি করা হয়।
জানা গেছে, নিহত শিশুরা সকালে পগলা শান্তি নিবাস এলাকার একটি নির্মাণাধীন ভবনের পাশে খেলা করছিল এবং অন্যরা ভবনের পাশেই অবস্থান করছিলেন। এ সময় পাশে নির্মাণাধীন ভবনের সীমানা প্রাচীর ভাঙার কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ সীমানাপ্রাচীরের অপর অংশ ধসে পড়লে সেটির নিচে চাপা পড়েন ৩ শিশুসহ ৬ জন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেয়ালের নিচ থেকে ৩ শিশুর লাশ উদ্ধার করেন।
এ ছাড়া দেয়ালের নিচে চাপাপড়া মোস্তফা, ইউসুফ ও সাদেককে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকরা মোস্তফাকে মৃত ঘোষণা করেন। বাকি দুই জন চিকিৎসাধীন আছেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, ‘নির্মাণাধীন বাড়িটির মালিক দেলপাড়া এলাকার চাঁন মিয়া। তিনি পগলা শান্তি নিবাস এলাকায় একটি নতুন বাড়ি নির্মাণ করেছেন। ওই বাড়ির সীমানাপ্রাচীর ভাঙার কাজ চলছিল। আজ সকালে ভাঙার সময় প্রাচীরের অপর একটি অংশ ধসে পড়লে সেটার নিচে চাপা পড়ে তিন বোনসহ ৬ জন। পরে ঘটনাস্থলেই শিশুরা মারা যায়।’
তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠানো হবে। যদি কেউ এ বিষয়ে থানায় অভিযোগ করে তবে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।