নারায়ণগঞ্জে ৪ আ.লীগ কর্মী হত্যা : ২৩ জনের মৃত্যুদণ্ড

নিউজ ডেস্ক.

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের ৪ কর্মী হত্যা মামলায় ২৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ কামরুন্নাহার আজ বুধবার এ রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত ১৯ আসামি আদালতে উপস্থিত থাকলেও অন্য ৪ জন পলাতক।
অতিরিক্ত পিপি জাফরিন আহমেদ বলেন, ২০০২ সালের ১২ মার্চ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জালাকান্দি গ্রামের আওয়ামী লীগ সমর্থক ৪ জনকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ