নায়করাজের মরদেহ শহীদ মিনারে, মানুষের ঢল


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.



    বিএফডিসিতে শেষ শ্রদ্ধা ও প্রথম নামাজে জানাজা শেষে নায়করাজ রাজ্জাকের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে। বাংলা সিনেমার কিংবদন্তী এই অভিনেতাকে এক নজর দেখতে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল নেমেছে।

    মঙ্গলবার দুপুর ১২টা ২৮ মিনিটে শহীদ মিনারে রাজ্জাকের মরদেহ আনা হয়। এখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন পর্ব শুরু হবে দুপুর ১টায়। শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ শহীদ মিনারে ২ ঘণ্টা রাখা হবে বলে জানা গেছে।

    জানা যায়, সকাল সাড়ে ১০টা থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ ভিড় করতে থাকে। সবার মুখে একই প্রশ্ন কখন আসবে মরদেহ। কখন তারা শেষবারের মতো প্রিয় নায়কের মুখদর্শন করতে পারবেন এবং শেষবারের মত শ্রদ্ধা জানাবেন।

    এদিকে নায়করাজ রাজ্জাককে চিরবিদায় ও শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শহীদ মিনারের চারপাশে অবস্থান করতে দেখা গেছে।

    শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে এই কিংবদন্তীর মরদেহ নেয়া হবে গুলশান আজাদ মসজিদে। এখানে জানাজার পর বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

    কিংবদন্তি এই অভিনেতা ২১ আগস্ট সন্ধ্যায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে তিনদিনের শোক পালিত হচ্ছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ