প্রথম চলচ্চিত্র ‘নৃ’ নিয়ে স্বপ্ন দেখছিলেন তরুণ নির্মাতা রাসেল আহমেদ। কিন্তু টাকার অভাবে মাঝ পথে বন্ধ হয়ে যায় সিনেমাটির শুটিং। পরে নিজের জমি বিক্রি করে ছবির শুটিং করেন। এরপর আবার টাকার অভাবে থেমে যায় শুটিং। সহযোগিতার হাত বাড়িয়ে দেন অনেকেই। অবশেষে শেষ হয় ‘নৃ’র শুটিং।
কিন্তু ছবিটি মুক্তি দেয়ার আগেই পৃথিবী থেকে বিদায় নিলেন এর নির্মাতা রাসেল আহমেদ। সোমবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। জানা গেছে, হঠাৎ অসুস্থ হওয়ায় রাসেলকে রাজধানীর উত্তর বাড্ডার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, রাসেলের গ্রামের বাড়ি বরিশাল। রাতেই তার মরদেহ গ্রামের বাড়ি বরিশালে নিয়ে যাওয়া হয়। সেখানে মঙ্গলবার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। রাসেল আহমেদের স্ত্রী ইথেল আহমেদ। সোমবার ছিল তাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী।
রাসেল ২০১০ সালে নির্মাতা হওয়ার স্বপ্ন বুকে নিয়ে ঢাকা আসেন। নাট্যনির্মাতা হিসেবেও রাসেল আহমেদ ভালো করছিলেন। দেশ টিভিতে ‘ফ্লাইওভার’ নাটকটি প্রচার হওয়ার পর তিনি কিছু দর্শকের চোখে পড়েন। এরপর ‘কনফেশন’সহ কয়েকটি নাটক তৈরি করেন তিনি। বেশ কিছু বিজ্ঞাপনচিত্রও নির্মাণ করেন তিনি।