নিখোঁজের ১০ দিন পর গৃহবধুর লাশ উদ্ধার

কারিমুল হাসান লিখন.


বগুড়ার ধুনট উপজেলায় শিউলী খাতুন (৩৫) নামের এক নিখোঁজ গৃহবধুর ভাসমান লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। গৃহবধু শিউলী খাতুন উপজেলার নিমগাছী ইউনিয়নের জয়শিংগ্রামের ওমর আলীর স্ত্রী।

জানাযায়, লাশ উদ্ধারের ১০দিন আগে রান্নার প্রস্তুতি হিসেবে মাছ ধোয়ার জন্য বাড়ির পাশে বাঙ্গালী নদিতে যায় শিউলী খাতুন। অসাবধানতায় পা পিছলে পানির স্রোতের মুখে পরে সে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের ইউনিট এসে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খোজাখুজি করে শিউলী খাতুনকে উদ্ধারে ব্যার্থ হয়। ঘটনার ১০দিন পর সকালে বাঙ্গালী নদীর ভাটিরদিকে নিমগাছী এলাকার ধলীরমুখে শিউলী খাতুনের মৃতদেহ দেহ দেখতে পায় স্থানীয়রা।

পরে খবর পেয়ে শিউলী খাতুনের পরিবার ও প্রতিবেশিরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।



 

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ