Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
বিনোদন ডেস্ক.
প্রত্যেকের জীবনেই কিছু গোপন কথা থাকে। কখনো তা প্রকাশ্যে আসে, কখনো নয়। কিন্তু সেই গোপন কথা যদি নিজেই শেয়ার করেন কোনো তারকা? ঠিক এমনটাই হয়েছে। সম্প্রতি পরিণীতি চোপড়া শেয়ার করেছেন তার জীবনের একটু গোপন কথা।
২০১৬ সালে একঝাঁক বলি তারকা মার্কিন মুলুকে ট্যুরে গিয়েছিলেন। সেই দলে পরিণীতির সঙ্গে ছিলেন আলিয়া ভট্ট, ক্যাটরিনা কাইফ, আদিত্য রায় কপূর, বরুণ ধবন, সিদ্ধার্থ মলহোত্র, করণ জোহর প্রমুখ। সেখানে গিয়ে নাকি প্রথম মদ্যপানের অভিজ্ঞতা হয় পরিণীতির।
সম্প্রতি নেহা ধুপিয়ার একটি টক শো-তে এসে নায়িকা বলেন, ‘আমাদের স্বপ্নের টিম ছিল সেটা। সবাই পার্টির মুডে ছিল। আমরা একটা ক্লাবে গিয়েছিলাম। সবাই জোর করছিল, ড্রিঙ্ক করতেই হবে। তার পর আলিয়া আর আদিত্য জোর করায় ড্রিঙ্ক করেছিলাম। গন্ধ, স্বাদ কোনোটাই ভালো লাগেনি আমার।’
পরিণীতি জানিয়েছেন, কিছু ক্ষণ পর বন্ধুরা জানতে চেয়েছিলেন, তিনি ঠিক আছেন তো? তার সে মুহূর্তে কোনো সমস্যা হয়নি। তবে সেই রাত থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত নাকি নেচে গিয়েছিলেন পরিণীতি।
তার কথায়, ‘তার পর থেকে ওরাই আমার অ্যালকোহল লাইফস্টাইল স্টার্ট করিয়ে দিয়েছিল।’