নিজের সঙ্গেও ব্যবসা করেন ডোনাল্ড ট্রাম্প!

ডেস্ক রিপোর্ট

নির্বাচনী তহবিলের অর্থ নিজের ব্যবসায়ের কাজে নিয়োগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকশন কমিশনে (সিইসি) ডোনাল্ড ট্রাম্প রি-ইলেকশন ক্যাম্পেইন ও জয়েন্ট পার্টি কমিটিজের দাখিলকৃত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। খবর ওয়াল স্ট্রিট জার্নাল।
ডোনাল্ড ট্রাম্প রি-ইলেকশন ক্যাম্পেইন ও জয়েন্ট পার্টি কমিটিজ শুক্রবার বিকালে এফইসিতে নিজেদের আর্থিক বিবরণী জমা দিয়েছে। এতে দেখা যায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে ডোনাল্ড ট্রাম্প রি-ইলেকশন ক্যাম্পেইন মোট ৬৩ লাখ ডলার ব্যয় করেছে। এ অর্থের ৬ শতাংশের বেশি গেছে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে।
ডোনাল্ড ট্রাম্প রি-ইলেকশন ক্যাম্পেইন ট্রাম্প টাওয়ার কর্তৃপক্ষকে ভাড়া বাবদ ২ লাখ ৭৪ হাজার ডলার দিয়েছে। এছাড়া ফ্লোরিডার পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে থাকার ফি বাবদ ৫৮ হাজার ৬৮৫ ডলার ও লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলে ফ্যাসিলিটি ভাড়া ও আপ্যায়ন ব্যয় বাবদ ১৩ হাজার ৮২৮ ডলার পরিশোধ করা হয়েছে।
এফইসিতে দাখিলকৃত প্রতিবেদনে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প রি-ইলেকশন ক্যাম্পেইন ও রিপাবলিকান ন্যাশনাল কমিটি বিগত নির্বাচনী মৌসুমে ট্রাম্প পরিবারের মালিকানাধীন কোম্পানিগুলোকে মোট ১ কোটি ৪০ লাখ ডলার দিয়েছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের সন্তানদের ভ্রমণ বাবদ ব্যয়কৃত অর্থও তার নির্বাচনী কমিটি ও রিপাবলিকান পার্টির তহবিল থেকে দেয়া হয়েছে।
নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্প ব্যবসায়ের সঙ্গে সম্পর্কচ্ছেদের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু নির্বাচিত হওয়ার পর তিনি ব্যবসায়ের সঙ্গে যথাযথ দূরত্ব সৃষ্টিতে ব্যর্থ হয়েছেন বলে অনেকে অভিযোগ করেন। ডোনাল্ড ট্রাম্প নিজের দুই বয়োপ্রাপ্ত সন্তানের হাতে ব্যবসা পরিচালনার ভার দিয়েছেন। কিন্তু তিনি নিজে কোম্পানির মালিক হিসেবে বহাল রয়েছেন। কোম্পানির তহবিল থেকে তিনি ইচ্ছামতো অর্থ উত্তোলনের এখতিয়ার রাখেন। কোম্পানির গঠনতন্ত্র অনুযায়ী, ট্রাম্প অর্গানাইজেশনের ট্রাস্টি ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও দীর্ঘদিনের হিসাবরক্ষক অ্যালেন ওয়েইজেলবার্গ ডোনাল্ড ট্রাম্পের অর্থ উত্তোলনের তথ্য প্রকাশে বাধ্য নন।
বছরের প্রথম প্রান্তিকে ডোনাল্ড ট্রাম্প ক্যাম্পেইন ৩০ লাখ ডলারের বেশি সংগ্রহ করেছে। এ অর্থের তিন-চতুর্থাংশই এসেছে ২০০ ডলার অথবা তারও কম অংকের চাঁদার আকারে। ডোনাল্ড ট্রাম্প রি-ইলেকশন ক্যাম্পেইনের সংগৃহীত অর্থ প্রেসিডেন্সির প্রথম প্রান্তিকে বারাক ওবামার সংগৃহীত অর্থের তিন গুণ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ