নির্জন দ্বীপে নিলয়-সারিকা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

বিনোদন ডেস্ক.


ইন্দোনেশিয়ার নির্জন দ্বীপ আয়ারে নিলয়-সারিকাকে দম্পতির বেশে ঘুরে বেড়াতে দেখা গেল। সদ্য বিবাহিত এ দম্পতির বোট সাগরে তলিয়ে গেলে দুজন দুদিকে ভেসে যান। শেষ পর্যন্ন কি হবে, নিলয় কি সারিকাকে বা সারিকা কি নিলয়কে খুজেঁ পাবে? আর সেটা জানতে জানতে হলে, অপেক্ষা করতে হবে সাখাওয়াৎ মানিক পরিচালিত ‘আয়ার’ নাটকের জ্ন্য ।

    ৯ সেপ্টেম্বর শুটিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে ‘আয়ার’ টিম। শুটিং শেষ করে আগামী সপ্তাহে ঢাকা ফিরবেন বলে জানান নাটকটির নির্মাতা সাখাওয়াৎ মানিক।

    নাটকের শুটিং প্রসঙ্গে নিলয় বলেন, ‘ইন্দোনেশিয়ার আয়ার দ্বীপে শুটিং করছি। এখানে এসে ভালোই লাগছে। নাটকের গল্পের সঙ্গে এখানকার পরিবেশ মিলে যাচ্ছে। আশা করছি, নাটকটি ভালো হবে।’
    ‘আয়ার’ রচনা করেছেন দয়াল সাহা। শিগগিরই টিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ