নির্বাচনি পদক পেলেন ধুনটের ফরিদুল ইসলাম

জাতীয় নির্বাচনি পদক পেয়েছেন বগুড়ার ধুনট উপজেলার ফরিদুল ইসলাম। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়নের উজালশিং গ্রামের আজাহারুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্বে রয়েছেন।

বৃহস্পতিবার দুপুরের দিকে এ তথ্য নিশ্চিত করেন ধুনট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী। তিনি জানান, বুধবার বিকেলে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে ফরিদুল ইসলামের হাতে নির্বাচনি পদক ও সন্মাননা চেক তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। এসময় অন্যান্য নির্বাচন কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।

করোনাকালে প্রতিকূলতার মাঝেও সৃজনশীল ও উদ্ভাবনী কাজের মাধ্যমে নাগরিকদের সেবা দেওয়ার পাশাপাশি নতুন নতুন ধারণার উদ্ভাবন করে নির্বাচনী ব্যবস্থাপনায় ও জাতীয় পরিচয়পত্র সেবার ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব রেখেছেন তিনি।

এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে সততা, দক্ষতা এবং নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করেছেন। একই সাথে ভোটার তালিকা প্রণয়নে, গণটিকা কার্যক্রম সফল করার জন্য এনআইডি সংক্রান্ত সমস্যা সমাধান, কর্মকর্তা/কর্মচারীদের সাথে সুসম্পর্ক এবং সরকার ঘোষিত বিভিন্ন জাতীয় দিবস সফলভাবে আয়োজন করে নির্বাচন কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য নির্বাচন কমিশন ফরিদুল ইসলামকে নির্বাচনি পদকের জন্য নির্বাচিত করেছেন।

ফরিদুল ইসলাম জানান, ‘নিজের অবস্থান থেকে দেশের জন্য, সাধারণ মানুষের জন্য চেষ্টা করে গেছি। আমি সত্যিই খুব আনন্দিত। নির্বাচন কমিশন আমাকে এ সম্মান দেয়ার জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ পদক আমাকে ভবিষ্যতে আরো ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে।’

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ