‘নির্বাচনে বিএনপি আসবে কিনা সেটা তাদের ব্যাপার’

নিউজ ডেস্ক.

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আসবে কি আসবে না সেটা তাদের ব্যাপার। তবে নির্বাচন সঠিক সময়ে এবং সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ (এমপি)।
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া বাজার মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
হানিফ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিস্তার পানি চুক্তি করার ঘোষণা দিয়েছেন। তা সত্ত্বেও এনিয়ে আদালত ও জাতিসংঘে যাওয়ার প্রস্তাব দেয়াটা বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্বেরই প্রমাণ।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান ও সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ