নির্ভয়াকে গণধর্ষণ: চূড়ান্ত রায়ে চার ধর্ষকের ফাঁসি বহাল

নিউজ ডেস্ক.

ভারতের দিল্লিতে প্যারামেডিকেল ছাত্রী নির্ভয়াকে গণধর্ষণ ও খুনের বহুল আলোচিত ঘটনায় চার দোষীর ফাঁসির সাজা বহাল রেখেছেন দেশটির সুপ্রিম কোর্ট। সারা দেশকে শিউরে দেওয়া এই মামলায় ২০১৩ সালে চার জনের ফাঁসির সাজা হয়েছিল নিম্ন আদালতে। পরের বছর দিল্লি হাইকোর্টও একই সাজা বহাল রাখে।
এরপর সুপ্রিম কোর্টে চার আসামি অক্ষয় ঠাকুর, বিনয় শর্মা, পবন গুপ্ত ও মুকেশ ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছিলেন। কিন্তু ভারতের সুপ্রিম কোর্ট শুক্রবার চূড়ান্ত রায়ে বলেছে, ওই চার অপরাধীর মৃত্যুদণ্ডই প্রাপ্য।
উল্লেখ্য, নির্ভয়াকে চলন্ত বাসে ধর্ষণ ও খুনের সময় সেখানে আরো দু’জন ছিলেন। এর মধ্যে রাম সিং বাস চালাচ্ছিলেন। তিনি ২০১৩ সালের মার্চে তিহার জেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। গত বছর আগস্টে বিনয় শর্মাও আত্মহত্যার চেষ্টা করে। অভিযুক্ত ছয়জনের মধ্যে ষষ্ঠজনের বয়স ১৮ এর নিচে থাকায় তাকে সংশোধন কেন্দ্রে পাঠানো হয়। সেখানে তিন বছর কাটানোর পর তাকে সাধারণ বিচারের আওতায় আনা হয়। ভারতে নতুন আইন হয়েছে যদি ১৬ থেকে ১৮ বছরের কোনো কিশোর জঘন্য অপরাধ করে থাকে তবে তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক বলে গণ্য করা হবে।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর নির্ভয়া তার বন্ধুর সঙ্গে রাতে সিনেমা দেখে বাড়ি ফেরার পথে চলন্ত বাসে ধর্ষিত হয়। তাকে নিষ্ঠুরভাবে মারধর করা হয়। এরপর তাকে জীবন্ত অবস্থায় বাস থেকে রাস্তায় ছুড়ে ফেলা হয়। মৃত্যুর সঙ্গে লড়াই করে সে বেশ কয়েকদিন পরই মারা যায়। এ ঘটনার পর সারা ভারত বিক্ষোভে ফেটে পড়ে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ