নীলফামারীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নীলফামারী প্রতিনিধি.


নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পাঠারীপাড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, আজ সোমবার দুপুরে স্থানীয় লোকজন গরুর ঘাস কাটতে গিয়ে ওই এলাকার একটি বাঁশঝাড়ে অজ্ঞাত এক যুবকের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। অজ্ঞাত যুবকের পরনে ছিল জিন্সের প্যান্ট ও শার্ট। স্থানীয়দের ধারণা তাকে হত্যা করে লাশ বাঁশঝাড়ে ফেলে দেয়া হয়েছে। পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

পলাশবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মমতাজ উদ্দীন জানান যুবকটির দেহে নাক ও মুখ থেথলানোসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তিনি জানান ৫/৬ দিন আগে যুবককে হত্যা করে লাশটি বাঁশঝাড়ে ফেলে দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নীলফামারী থানার ওসি বাবুল আক্তার অজ্ঞাত যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ