Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
লালমনিরহাট প্রতিনিধি.
লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের কৃষি উন্নয়ন ব্যাংকের তিস্তা শাখার নৈশ প্রহরী আব্দুর রশিদকে (৬৪) গলা কেটে হত্যা করে ব্যাংকে ডাকাতির চেষ্টা করেছে একটি ডাকাত চক্র। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশিদ ওই এলাকার বাসিন্দা এবং তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি ওই ব্যাংকে দীর্ঘদিন নৈশ প্রহরীর দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার ভোররাতে ওই শাখার কলাপসিবল গেটের তালা ভেঙে ব্যাংকে প্রবেশ করে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। পরে ব্যাংকের কাগজপত্র তছনছ এবং ভল্ট ভাঙার চেষ্টা করে ব্যর্থ হয়ে ডাকাতরা চলে যায়।
সকালে ঝাড়ুদার ধুনতি রানী ব্যাংক ঝাড়ু দিতে গিয়ে আব্দুর রশীদের লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকলে বাজারের লোকজন ছুটে আসে। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বিবার্তাকে জানান, দুর্বৃত্তরা ব্যাংক ডাকাতির চেষ্টা করলে তাতে বাঁধা প্রদান করায় নৈশ প্রহরীকে হত্যা করা হয়েছে। কিন্তু তারা ব্যাংকের ভল্ট ভাঙ্গতে পারেনি। এ ঘটনায় রংপুর ক্রাইম সিন ইউনিটের সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করবেন।
বিষয়টি তদন্তের জন্য রংপুর পিআইবি ও ক্রাইম সিন ইউনিটকে ঘটনাস্থলে আসার আহ্বান জানানো হয়েছে বলে লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বিবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন নিহতের স্বজন ও স্থানীয়রা।