নড়াইলে ৩৭ জন কারাগারে


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    নড়াইলে ছয় মাদক ব্যবসায়ীসহ ৩৭ জনকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

    আটক ব্যক্তিদের মধ্যে নড়াইল সদর থানায় চার মাদক ব্যবসায়ীসহ ১২ জন, লোহাগড়া থানায় ১৪ জন, কালিয়া থানায় চারজন এবং নড়াগাতি থানায় দুই মাদক ব্যবসায়ীসহ সাতজন রয়েছে।

    তথ্যের সত্যতা নিশ্চিত করে নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, আটক ৩৭ জনের কাছ থেকে ১০৮ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা, ৫ পুরিয়া হেরোইন ও দুই বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ