নড়িয়ায় ৩০ বোমা উদ্ধার

নিউজ ডেস্ক.

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৩০টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মোল্লাকান্দি গ্রামের ফারুক হাওলাদারের বাড়ির পাশের জঙ্গল থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. আব্দুল হান্নান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোক্তারের চর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান সংঘর্ষ বাধে। এমন তথ্যের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে অভিযান চালাই। এসময় মোল্লাকান্দি গ্রামের ফারুক হাওলাদারের বাড়ির পাশের জঙ্গল থেকে (তিনটি বালতি ভর্তি) ৩০টি তাজা বোমা উদ্ধার করা হয়। পরে পরিত্যক্ত বোমাগুলি নড়িয়া থানায় নিয়ে আসা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ