পত্নীতলায় ফাউন্ড ফর দি পুর পিপল ইন পত্নীতলা(এফপিপিপি) এর আয়োজনে মঙ্গলবার উপজেলার পত্নীতলা উচ্চ বিদ্যালয়ে এসএসসি’তে এ+ প্রাপ্তদের সংবর্ধনা ও দরিদ্র মেধাবীদের বৃত্তি প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসএসসি পরীক্ষায় এ+ প্রাপ্তদের সংবর্ধনা ও দরিদ্র মেধাবীদের বৃত্তি প্রদান করেন।
ফাউন্ড ফর দি পুর পিপল ইন পত্নীতলা (এফপিপিপি)র সভাপতি জাহেদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইছাহাক হোসেন, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, অবসর প্রাপ্ত অধ্যক্ষ ময়েজ উদ্দীন আহম্মেদ, পত্নীতলা ইউপির চেয়ারম্যান মোস্তফা শাহ চৌধুরী, পত্নীতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমানসহ অন্যান্য সূধীজন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকগন প্রমূখ। সংবর্ধনা ও বৃত্তি প্রদান শেষে বিদ্যালয়ে সততা স্টোর এর উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি. সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীর চরাঞ্চলের ছয়টি ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় বিধি বহির্ভূত ভাবে শিক্ষকদের বদলীর অভিযোগ…