পত্নীতলায় ককটেলসহ আটক ১

পরেশ টুডু,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি.

পত্নীতলায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে দুটি ককটেল সহ রাসেল (১৪) নামে এক কিশোরকে বৃহস্পতিবার ভোর রাতে আটক করেছে পুলিশ।
পত্নীতলা থানা সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার আনুঃ ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় ৭/৮ জন কিশোর একটি সিএনজি যোগে এসে নামে। এসময় রাসেলের হাতে থাকা ব্যাগ থেকে একটি ককটেল পড়ে বিস্ফোরণ হয়। নৈশ প্রহরী সহ স্থানীয়রা ককটেল বিষ্ফোরনের শব্দ পেয়ে তাদের তাড়া করলে বাকিরা পালিয়ে গেলেও রাসেলকে একটি ব্যাগ সহ আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ওই ব্যাগ থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল ও সীঁধ কাটা একটি যন্ত্র উদ্ধার করেছে।
আটক রাসেল চাপাই নবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ছোটজাম বাড়িয়া গ্রামের বিদ্যুৎ ব্যাপারীর ছেলে।
পতœীতলা থানার অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা ছিনতাইকারীর দল। কিশোররা কেন ককটেল নিয়ে এলাকায় এসেছিল তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
অপরদিকে একই দিন গভীর রাতে উপজেলা সদর নজিপুর তিনমাথা মোড়ের একটি কাপড়ের দোকানে চুরি সংঘটিত হয়েছে বলেও জানাগেছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ