পত্নীতলায় নারীর ক্ষমতায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি.

পত্নীতলায় উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগীতায় উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার নারীর ক্ষমতায়ন, নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ শীর্ষক দিনব্যাপি এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন মরিয়ম বেগম শেফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ। প্রধান অতিথি বলেন, নারীর ক্ষমতায়নে নারী শিক্ষার বিকল্প নেই। একটি উন্নত ও সমৃদ্ধ জাতি সৃষ্টিতে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম।
জাতির উন্নতি ও সার্বিক কল্যানের জন্য নারী পুরুষ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সকলের সহযোগীতায় সমাজ থেকে নারী নির্যাতন, যৌতুক, বাল্য বিবাহ রোধ করা সম্ভব। এজন্য উপস্থিত সকলের সহযোগীতা কামনা করে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী তোফায়েল আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রঞ্জন চৌধুরী, পতœীতলা প্রেসক্লাব সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সুলতান আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল আলম।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, মাটিন্দর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির আলম রুবেল, পাটিচরা ইউপি চেয়ারম্যান রায়হানুল আলম, শিহাড়া ইউপি চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ, আকবরপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আসির উদ্দীন সহ অন্যান্য নারী নেত্রী, প্রধান শিক্ষক, ম্যারেজ কাজী, সূধীজন প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ