পত্নীতলায় নারী নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি.
পত্নীতলার দিবর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আয়োজনে রবিবার দিনব্যাপি নারী নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধনীতে দিবর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার বলেন, মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিতে স্বাস্থ্য সেবার দিকে সরকার সুদৃষ্টি দিয়েছে। আমরা কয়েকজন জনপ্রতিনিধি গোটা ইউনিয়নের পরিবর্তন ঘটাতে পারবো না, সেজন্য আপনারা যারা নারী নেত্রী আপনাদেরকে এই গুরু দায়িত্ব নিতে হবে। আমরা আপনাদের সব ধরণের সহায়তা করতে প্রস্তুত আছি। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত মধ্যম আয়ের বাংলাদেশ বিনির্মানে নারী নেত্রীরাই এগিয়ে আসবে বলে আমি মনে করি।
দিনব্যাপি স্বাস্থ্যসেবা ও নাগরিক অধিকার বিষয়ক প্রশিক্ষণে দিবর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রশিক্ষিত ১৮জন নারী নেত্রী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আসির উদ্দীন, শাহিনা আক্তার এবং সমন্বয়কারী হারুনুর রশিদ।
নিউজ ডেস্ক. নারায়ণগঞ্জ থেকে জঙ্গি সংগঠন নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ…