পত্নীতলায় পূর্ব শত্রুতার জেরে স্বামী-স্ত্রীর উপর হামলা

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি.

পত্নীতলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে সম্প্রতি উপজেলার শিবপুর বাজার এলাকায় বেলাল হোসেন সহ তার স্ত্রী সাগরী বেগমের উপর চড়াও হয়ে দূষ্কৃতিকারীরা হামলা করলে তারা গুরুত্ব আহত অবস্থায় পত্নীতলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
জানাগেছে, উপজেলার মাটিন্দর ইউপির ওমা মহেষপুর গ্রামের মৃত মোস্তফার পুত্র বেলাল হোসেন তার স্ত্রী সহ পরিবার নিয়ে শিবপুর বাজার এলাকায় বসবাস করা অবস্থায় শিবপুর এলাকার মৃত মফিজ উদ্দীনের পুত্র মনছুর, মহসীন ও সালামের সাথে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ১লা মে সোমবার প্রকাশ্য দিবালোকে মনছুর, মহসীন ও সালাম সহ তাদের সঙ্গিয় লোকজন বেলাল হোসেনের বাড়িতে হামলা করে বেলাল হোসেন সহ তার স্ত্রীকে ধারালো অস্ত্র দ্বারা মাথায় এবং শরীরের বিভিন্ন যায়গায় জখম করে।
এসময় তাদের চিৎকারে স্থানীরা এগিয়ে আসলে মনছুর সহ তার লোকজন পালিয়ে যায়। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় বেলাল ও তার স্ত্রীকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তী করায়।
বেলাল হোসেন মারামারি সংক্রান্ত ঘটনায় ২রা মে মঙ্গলবার পত্নীতলা থানায় মামলা দায়ের করলেও বেলাল ও তার স্ত্রী স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন থাকায় আসামী পক্ষরা কৌশলে সুযোগ বুঝে বেলাল হোসেনের প্রায় সোয়া ৪বিঘা জমির পাকা ধান কেটে নিয়ে যাওয়ায় বেলাল হোসেন ধান কাটা বিষয়ে উক্ত আসামীদের বিরুদ্ধে থানায় আবারো মামলা করতে চাইলে থানা তা না নেয়ায় সে আদালতে উক্ত আসামীদের বিরুদ্ধে গত ৯ মে মঙ্গলবার একটি মামলা দায়ের করে।
এ অবস্থায় আসামীদের হুমকির মুখে বেলাল হোসেন সহ তার পরিবার মানবেতর জীবন যাপন করছে। এঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ