Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি.
পত্নীতলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে মঙ্গলবার বিকেলে উপজেলা অডিটরিয়াম হল রুমে বিনামূল্যে আমন ধানের চারা বিতরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে উক্ত বিনামূল্যে আমন ধানের চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক ডঃ আমিনুর রহমান। কৃষি অধিদপ্তর মন্ত্রনালয় থেকে আগত অতিথি যুগ্ম সচিব মাহবুবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক মনোজিৎ কুমার মল্লিক, অতিরিক্ত পরিচালক রাজশাহীর জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইচাহাক হোসেন, সাধারন সম্পাদক আব্দুল গাফফার।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তর নওগাঁর জেলা প্রশিক্ষক কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র সরকার, উপজেলা উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রেজাউল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা, দলীয় নেতাকর্মী, সূধীজন প্রমূখ।
বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলার পাটিচরা, কৃষ্ণপুর ও পত্নীতলা ইউপির ১৯০ জন কৃষককে ১৯০ বিঘা জমির জন্য বিনামূল্যে আমন ধানের চারা প্রদান করা হয়।