পত্নীতলায় মটরসাইকেল চুরি

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি.

পত্নীতলায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড জামে মসজিদে শুক্রবার জুম্মার নামাজের সময় মসজিদের পার্শ্বে থেকে এক ঔষধ কোম্পানীর প্রতিনিধির হিরো স্পেলেন্ডার প্লাস মটরসাইকেল চুরি হয়েছে।
জানা গেছে ইবনেসীনা ফার্মা কোম্পানীর পপত্নীতলা প্রতিনিধি দেলোয়ার হোসেন তার হিরো স্পেলেন্ডার প্লাস ঢাকা মেট্রো হ- ৩৯৩৬৮৭ নম্বরের মটরসাইকেলটি মসজিদের পার্শ্বে একটি ঔষধের দোকানের সামনে রেখে জুম্মার নামাজে যায়। এসময় চোরেরা কৌশলে তার মটরসাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে যায়।
এঘটনায় দেলোয়ার হোসেন পত্নীতলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ