পত্নীতলায় মাদক দ্রব্য ধ্বংস

পরেশ টুডু, পত্নীতলায় (নওগাঁ) প্রতিনিধি.

পত্নীতলায় ১৪বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বি.জি.বি)’র আয়োজনে সোমবার ক্যাম্প চত্বরে ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের তত্তাবধানে সদর পত্নীতলা, পোরশা, সাপাহার সহ ধামইরহাট এই চার উপজেলার বিওপি এলাকার ১২৭ কিঃমিঃ সীমান্ত হতে গত (সেপ্টেম্বর/২০১৪ হতে ৩০ এপ্রিল/২০১৭) ২বছর ৮মাসে আটককৃত বিভিন্ন প্রকার মাদক দ্রব্য আনুষ্ঠানিক ভাবে ধ্বংস করা হয়েছে।
১৪ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বি.জি.বি)’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আলী রেজা ইঞ্জিনিয়ার্স এর সভাপতিত্বে উক্ত মাদকদ্রব্য ধ্বংস কালে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসকের প্রতিনিধি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পত্নীতলার আব্দুল করিম, নওগাঁ পুলিশ সুপারের প্রতিনিধি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশসারেট কার্যালয় নওগাঁর ইন্সপেক্টর সুভাষ চন্দ্র মজুমদার, মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর নওগাঁ সার্কেলের সহকারী পরিচালক রাজীউর রহমান, নওগাঁ প্রেসক্লাবের সভাপতি ইমরুল কায়েশ, পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি ও দূর্নীতি প্রতিরোধ কমিটি পত্নীতলার সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, পত্নীতলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব মনিবুর রহমান গোল্ডেন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, সূধীজন ও বি.জি.বি সদস্যবৃন্দ প্রমূখ।
এসময় ৬৬লক্ষ ৭৭ হাজার ৬শ টাকা মূল্যের ১৬হাজার ৬৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৩০লক্ষ ৩৯ হাজার টাকা মূল্যের ২হাজার ২৬ বোতল বিদেশী মদ, ৩৬ হাজার টাকা মূল্যের ১০৮গ্রাম হেরোইন, ২লক্ষ ৭ হাজার টাকা মূল্যের ৬৯০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২লক্ষ ৫৩ হাজার ৮শ টাকা মূল্যের ২হাজার ৫৩৮ পিচ সেনেগ্রা/ভায়াগ্রা এবং বেটনোসেল ট্যাবলেট, ৪লক্ষ ৩০হাজার ৫শ টাকা মূল্যের ১হাজার ৪৩৫ পিচ বুফেনরফিন ইঞ্জেকশন এ্যম্পুল, ১৩হাজার ২শ টাকা মূল্যের ১.৩২০ কেজি গাঁজা ও ৭হাজার ৬শ টাকা মূল্যের ১৯ বোতল ভারতীয় কিং ফ্রেসর বিয়ার। সর্বমোট ১কোটি ৬লক্ষ ৬৪হাজার ৭শটাকা মূল্যের বিভিন্ন প্রকার মাদক দ্রব্য আনুষ্ঠানিক ভাবে ধ্বংস করা হয়।
ধ্বংস কালে ১৪ বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বি.জি.বি)’র অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আলী রেজা ইঞ্জিনিয়ার্স বলেন, মাদক পাচার রোধে অত্র ব্যাটেলিয়নের প্রতিটি সদস্য অত্যন্ত তৎপর এবং বদ্ধ পরিকর। এব্যাপারে তিনি স্থানীয় প্রশাসন ও সাংবাদিকসহ সকল মহলের ব্যক্তিবর্গের সহযোগীতা কামনা করেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ