পত্নীতলায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরেশ টুডু,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি.

শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে পত্নীতলায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা-২০১৭ এর পুরষ্কার বিতরন এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে শিক্ষার সার্বিক মান উন্নয়নের জন্য সোমবার উপজেলা অডিটরিয়াম হল রুমে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মান উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। বর্তমানে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পূর্বের চেয়ে এখন শিক্ষার্থীরা গাইড বই পড়া বাদ দিয়ে মূল বই পড়তে বেশী আগ্রহী হয়ে উঠেছে। এতে করে শিক্ষার মান বাড়তে শুরু করেছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল গাফফার, সিনিয়র সহ-সভাপতি বাবু নির্মল কুমার ঘোষ সহ অন্যান্য কর্মকর্তা, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও সূধীজন প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ