পত্নীতলায় সিনজেনটা’র ডিলার ও কৃষকদের মতবিনিময় সভা

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি.

সিনজেনটা কোম্পানীর আয়োজনে পত্নীতলায় বুধবার উপজেলার পাটিচরা ইউপির ঝুলিপাড়া গ্রামের কৃষক হুমায়ন কবিরের মাঠে লাগানো উন্নত জাতের সিনজেনটা এস-১২০৩ হাইব্রীড জাতের ধান কর্তন শেষে ডিলার এবং কৃষককদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সিনজেনটা নজিপুর সেলস ইউনিট এর সিনিয়র সেলস ইউনিট লীডার কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পত্নীতলা কৃষি অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা রেজাউল করিম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী সহ স্থানীয় ডিলার, কৃষক প্রমূখ। উক্ত সভায় পোরশা, সাপাহার, পত্নীতলার সিনজেনটার ডিলার সহ এলাকার প্রায় ৪শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
এসময় রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উন্নত জাতের সিনজেনটা এস-১২০৩ হাইব্রীড জাতের উক্ত ধান কর্তন শেষে ধানের ফলন বিঘা প্রতি প্রায় ৩৩মন হওয়ায় এই ধানটি আবাদের জন্য উপস্থিত সকলকে উৎসাহ প্রদান করা হয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ