পত্নীতলায় ৬কিঃমিঃ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন

পরেশ টুডু, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি.

এলজিইডি নওগাঁর বাস্তবায়নে ৩ কোটি ৩০ লক্ষ ৮ হাজার ২৪৭ টাকা ব্যায়ে নির্মিত পত্নীতলা জিসি-বাঁকরইল আরএইচডি ভায়া মাধাইনগর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার (৫হাজার ৯৬২ মিঃ) সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন বৃহস্পতিবার জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে করেছেন।
উক্ত সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে পত্নীতলা ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মহষেপুর মাঠে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। পত্নীতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ নওগাঁ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শহীদুজ্জামান সরকার এমপি
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইছাহাক হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, বাবু নির্মল কুমার ঘোষ, নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, আবুল কালাম আজাদ, উপজেলা এলজিইডি এর সহকারী প্রকৌশলী নুরল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী খালেদুল ইসলাম, পত্নীতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল কাশেম সহ উক্ত সড়ক নির্মানকারী প্রতিষ্ঠান ইথেন এন্টার প্রাইজ নওগাঁর সদস্যগন, অন্যান্য নেতাকর্মীবৃন্দ প্রমূখ।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ