পথশিশুদের সঙ্গে কাটলো পরীমনির জন্মদিন

বিনোদন ডেস্ক.


পরীমনি তার ২১তম জন্মদিনের সারাটা বেলা কাটিয়েছেন পথশিশুদের সঙ্গে। এদিন কোনো শুটিংয়েও অংশ নেননি তিনি। পরীমনির বন্ধু আরজে তামিম হাসান জানান, রাজধানীর বাদামতলীতে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে কাজ করছে সাজেদা ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে পরী বেলা ১১টা থেকে বিলেক ৫টা পর্যন্ত ছিলেন।

পরীমনি পথশিশুদের জন্য সঙ্গে করে নিয়ে যান বিভিন্ন খাবার ও উপহার। তাদের সাথেই দুপুরের খাবার খেয়েছেন, খেলা করেছেন।

সন্ধ্যায় আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে এক রেস্টুরেন্টে জন্মদিনের অনুষ্ঠান করেছেন। সে অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথিদের জন্য পোশাকের রঙ নির্ধারণ করে দিয়েছিলেন— সাদা ও নীল। কেন রঙ নির্ধারণ? পরীমনি বলেন, ‘আমার নাম পরী, তাই সবাইকে নীল বা সাদা রঙের পোশাকের কথা বলেছি।’

এর আগে সোমবার রাত ১২টায় রাজধানীর বনানীতে পরীমনির বাসায় তার বন্ধুরা মিলে জন্মদিন উদযাপন করেন। পরীমনির চলচ্চিত্রে অভিষেক ঘটে ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ দিয়ে। তিনি বর্তমানে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’-এ অভিনয় করছেন।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ