পদত্যাগ করলেন ডি সিলভা

ক্রীড়া ডেস্ক.

দায়িত্ব নেয়ার ১৩ মাসের মাথায়ই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন অরবিন্দ ডি সিলভা। হঠাৎ করেই তার সরে দাঁড়ানোয় বেশ গুঞ্জন শুরু হয়েছে। গত বছরের মার্চে এসএলসির ক্রিকেট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছিলেন দেশটির কিংবদন্তি এই ব্যাটসম্যান।
এসএলসি প্রেসিডেন্ট থিলান সামাথিপালা জানিয়েছেন, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন ডি সিলভা। তিনি বলেন, ‘ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দেয়ার জন্যই ক্রিকেট কমিটির পদ ছেড়েছেন তিনি।’
২০০৩ সালে ক্রিকেটকে বিদায় জানানোর পর থেকেই শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন অরবিন্দ ডি সিলভা। শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ডি সিলভা এর আগে দুই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন। ১৯ বছরের ক্যারিয়ারে ৯৩টি টেস্ট ও ৩০৮টি ওয়ানডে খেলেছেন ডি সিলভা। ১৯৯৬ সালের বিশ্বকাপ ফাইনালে তার ১০৭ রানের ইনিংসটিই শ্রীলঙ্কাকে শিরোপা এনে দেয়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ