পদত্যাগ করে বিতর্কের অবসান ঘটাতে পারেন প্রধান বিচারপতি


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে প্রধান বিচারপতি রাজনৈতিক বক্তব্য দিয়েই বিতর্কের সূচনা করেছেন। প্রধান বিচারপতি স্বপ্রণোদিত হয়ে পদত্যাগ করে এ বিতর্কের অবসান ঘটাতে পারেন।

    বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে যোড়শ সংশোধনী নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি রাজনৈতিক বক্তব্য দিয়ে নিজেই বিতর্কের সূচনা করছেন, সরকার করেনি। আশা করি তিনি স্বপ্রণোদিত হয়ে পদত্যাগ করে এ বিতর্কের অবসান ঘটাবেন।

    তিনি বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে দেশের মানুষ প্রত্যাখান করেছে। তাই এ রায় অগ্রহণযোগ্য। তার (প্রধান বিচারপতির) বক্তব্যের উদ্দেশ্য বিচার বিভাগের স্বাধীনতা নয়, বরং মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর নেতৃত্বকে বিতর্কিত করা। রায়ের পরে উস্কানিমূলক বক্তব্য দিয়ে উত্তেজনা ছড়িয়েছেন তিনি। এ ছাড়া পাকিস্তানের উদাহারণ টেনে এনে আরো উত্তেজনা বাড়িয়েছেন।

    মন্ত্রী বলেন, সরকার রায়ের পর কোনো প্রশ্ন তোলেনি বা রায়ের প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপও করেনি। রায়ের বিষয় বহির্ভূত প্রসঙ্গে প্রধান বিচারপতি যে রাজনৈতিক বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যই বিতর্কের সূচনা করেছে। সরকার কোনো বিতর্কের সূচনা করেনি। প্রধানমন্ত্রীসহ সরকারের ব্যক্তিবর্গ প্রধান বিচারপতির অপ্রাসঙ্গিক বক্তব্যের উত্তর দিয়েছেন মাত্র।

    তিনি বলেন, বতর্মান সরকার কখনোই বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুন্ন করতে চায় না। বিচার বিভাগের স্বাধীনতার ওপর হস্তক্ষেপও করতে চায় না। বিচার বিভাগ সংবিধানের প্রতিনিধিত্ব করছে, জনগণের নয়। প্রধান বিচারপতি এ রায় দেয়ার মাধ্যমে প্রমাণিত হলো তিনি জনগণের প্রতিনিধিত্বও করতে চান।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ