Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
যমুনা ও গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে, অপর দিকে ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল রয়েছে এবং সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে বন্যা পূর্বাভাস ও সতর্কীরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি সমতল হ্রাস পেতে পারে এবং যমুনা নদীর পানি সমতল স্থিতিশীল হয়ে যেতে পারে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, অপরদিকে সুরমা-কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে।
সতর্কীরণ কেন্দ্রের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের বিভিন্ন নদ-নদীর ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী ৩০টি পয়েন্টে পানি হ্রাস ও ৫৯টির সমতল বৃদ্ধি পেয়েছে।
সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৯৩টি পানি সমতল স্টেশনের পর্যবেক্ষণ অনুযায়ী সব কয়টি প্রধান নদ-নদীর পানি বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ৪টি পয়েন্টে অপরিবর্তিত রয়েছে।
গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় গাইবান্ধা স্টেশনে ১৩০ মিলিমিটার, ফরিদপুর ৫৮ মিলিমিটার, কুড়িগ্রাম ৫৬ মিলিমিটার এবং কানাইঘাট স্টেশনে ৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কালেরকন্ঠ অনলাইন থেকে প্রতিবেদনটি সংগ্রহ করা হয়েছে। মুল প্রতিবেদনটি পড়তে এখানে ক্লিক দিন।