পবায় যুবকের আত্মহত্যা

রাজশাহী প্রতিনিধি.

রাজশাহীর পবা উপজেলায় গলায় ফাঁস দিয়ে রাজিব হোসেন (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রাজিব উপজেলার মহানন্দখালী গ্রামের ইয়াদুল হকের ছেলে।
বুধবার দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।
পবা থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, মঙ্গলবার রাতে রাজিব নিজ ঘরের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে অনেক বেলা হয়ে গেলেও রাজিব দরজা না খোলায় পরিবারের সদস্যরা আত্মহত্যার বিষয়টি বুঝতে পারেন। এরপর পুলিশে খবর দেওয়া হলে লাশটি উদ্ধার করা হয়।
ওসি জানান, মঙ্গলবার রাতে রাজিবের স্ত্রী তার অসুস্থ শিশুকে নিয়ে অন্য ঘরে ছিলেন। ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহের জের ধরে পেশায় ট্রলিচালক রাজিব আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ