পবিত্র কাবায় এবার বিনামূল্যে সেহরি বিতরণ

নিউজ ডেস্ক.



এতোদিন পবিত্র কাবা শরীফে মুসল্লিদের ইফতার করানো হতো, এবার চালু হয়েছে সেহরি খাওয়ানোর নিয়ম। পবিত্র মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সলের নির্দেশে এবার রমজানের শেষ দিনগুলোতে কয়েক হাজার উমরাহকারীকে বিনামূল্যে সেহরি বিতরণ করা হচ্ছে।

ক্বিয়ামুল লাইল থাকে ফজরের নামাজের আগ পর্যন্ত সময়টা উমরাহকারীদের জন্য বাইরে থেকে সেহরি করে আসার জন্য যথেষ্ট কম – তা লক্ষ্য করে প্রিন্স খালিদ এ ব্যবস্থা নিয়েছেন।

পবিত্র কাবা-র ভেতরে-বাইরে এবং বিভিন্ন বাসস্ট্যান্ডে এসব সেহরি বিতরণ করা হচ্ছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে আসা রিযমি রেয়াল নামে এক উমরাহকারী বলেন, ”প্রিন্স অসাধারণ একটি সার্ভিস দিচ্ছেন। আসলে মানুষের ভিড় এতো বেশি যে যদি কোনো উমরাহকারী সেহরি করতে বের হন, তাহলে তিনি এসে ফজরের জামায়াত ধরতে পারবেন না।”

একজন নারী উমরাহকারী বলেন, ”এই সার্ভিসটা বিদেশী উমরাহকারীদের খুব কাজে লেগেছে। তারা এখন খাবারের খোঁজে বাইরে না গিয়ে পবিত্র মসজিদে বসে ইবাদত করতে পারছে। আল্লাহ সউদি সরকার ও জনগণকে রাহমত করুন।” সূত্র : আরব নিউজ

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ