পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় বাসিন্দা রিকশাচালক এনতাজ আলীর মেয়ে মিনারা বেগমের (২৫) সাথে প্রায় চার বছর আগে বিয়ে হয় মজিদুল ইসলামের (৩০)। তাদের ঘরে তিন বছরের মায়া নামে একটি কন্যা সন্তান রয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ এসএম আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক।
ক্রীড়া ডেস্ক. চলতি বছরই বাংলাদেশে আসার পরিকল্পনা করেছেন রিও অলিম্পিকে স্বর্ণজয়ী রাশিয়ান জিমন্যাস্ট বাংলাদেশী বংশোদ্ভূত মার্গারিটা মামুন। বাবা বাংলাদেশী হওয়ায়…