নিউজ ডেস্ক.
বাগেরহাটের শরণখোলায় বাসের নিচে চাপা পড়ে সুমাইয়া আক্তার (১০) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার ধানসাগর ইউনিয়নের শরণখোলা-সাইনবোর্ড আঞ্চলিক মহাসড়কের গাজীর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সুমাইয়া উপজেলার ছোট নলবুনিয়া গ্রামের আ. আউয়াল তালুকদারের মেয়ে। সে নলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
শরণখোলা থানার ওসি আব্দুল জলিল জানান, সকালে সুমাইয়া পরীক্ষা দেওয়ার উদ্দেশে স্থানীয় আমড়াগাছিয়া কেন্দ্রে যাচ্ছিলো। পথিমধ্যে সে গাজীর ব্রিজ এলাকায় পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, ঘটনার পর পরই চালক বাসটি নিয়ে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।

