নিউজ ডেস্ক.

পর্তুগালের মাদেইরা দ্বীপে পুরনো একটি গাছ উপড়ে দুই শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫২ জন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মাদেইরা দ্বীপের ফানচল উপকণ্ঠে এক ধর্মীয় অনুষ্ঠান চলার সময় ২০০ বছরের পুরনো একটি ওকগাছ উপড়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে বিদেশি পর্যটকও রয়েছেন। তবে এখনো তাদের পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় দ্বীপটিতে তিনদিনের শোক ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
দুর্ঘটনার পর পর্তুগিজ প্রধানমন্ত্রী অ্যান্তেনিও কোস্টা হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সৌজা মঙ্গলবার বিকেলে ওই দ্বীপে পরিদর্শন কথা রয়েছে।
দ্বীপটি মূল দেশ পর্তুগাল থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর আটলান্টিক সমুদ্রে অবস্থিত। মাদেইরা দ্বীপে ইউরোপ থেকে আসা পর্যটকদের বেশি ভিড় থাকে।

