পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি.



জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গোলাম রাব্বানী সৌরভ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সৌরভ উপজেলার নয়াপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে।

পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম জানান, পাঁচমাথার মনোয়ারা ক্লথ স্টোরের সেলসম্যান হিসেবে কাজ করতো সৌরভ। দুপুরে দোকান মালিকের চাচাতো ভাই আমিনুল ইসলামের দোকানের ছাদের উপর পতাকা টাঙাতে যায় সে। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক ছেড়া তারে জড়িয়ে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

তিনি আরো জানান, কোনো অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ