Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর সবকিছুই যেন এখন সরফরাজ আহমেদের নাগালে। পাকিস্তানের ওয়ানডে টি-২০ দলের অধিনায়ককে এবার টেস্ট নেতৃত্বও দেওয়া হচ্ছে। বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরের পর মিসবাহ উল হক আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় পদটি খালি ছিল।
মিসবাহ অবসর নেওয়ার পর থেকে টেস্ট অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ৩০ বছর বয়সী সরফরাজ। ইতোমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জয়ের পর টেস্ট অধিনায়কত্ব পাওয়া তার অনেকটাই নিশ্চিত। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান শাহরিয়ার খানের আনুষ্ঠানিক ঘোষণাটাই কেবল বাকি।
পিসিবির এক কর্মকর্তা জানান, ‘এটা এখন কেবল বোর্ড চেয়ারম্যানের দেশে ফিরে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার ব্যাপার। সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়ে গেছে এবং এটাই চূড়ান্ত। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সফরে মিসবাহর ডেপুটি হিসেবে নিয়োগ পাওয়া সরফরাজ এখন টেস্ট অধিনায়কত্ব গ্রহণ করবেন।
সাত বছর পাকিস্তান টেস্ট দলের নেতৃত্ব দেন মিসবাহ এবং নিজ দেশের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক ছিলেন তিনি। ২০১০ সালের শেষ দিকে দায়িত্ব গ্রহণ করার পর ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানের হয়ে শেষ ম্যাচ খেলা পর্যন্ত এ পদে বহাল ছিলেন তিনি।
পাকিস্তান দলের পরবর্তী টেস্ট সিরিজ রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজটি আয়োজন করবে পাকিস্তান।