Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানের বিপক্ষে প্রদর্শনী টি-টোয়েন্টি সিরিজ খেলতে শনিবার রাতে ঢাকা ছেড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। দেশসেরা এ ব্যাটসম্যান মধ্যরাতে দুবাইয়ে যান। সেখানেই জড়ো হচ্ছেন বিশ্ব একাদশে দলে থাকা বাকি ক্রিকেটাররা। এরপর তারা পাকিস্তান যাবেন। আগামী ১২, ১৩ ও ১৫ই সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফী স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিভিন্ন টেস্ট খেলুড়ে দেশ থেকে ১৪ জন ক্রিকেটার পাকিস্তানে খেলতে যাবেন। বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছেন তামিম। ১৫ সদস্যের এই দলের নেতৃত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু প্লেসিস। এছাড়াও আছেন একই দেশের আরো চার ক্রিকেটার- হাশিম আমলা, মরনে মর্কেল, ডেভিড মিলার, এবং ইমরান তাহির।
২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ। এরপর থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মরিয়া হয়ে আছে নিজেদের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে। তাদের এই দাবি আরও জোরালো হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরের শিরোপা জেতার পর। এরই ধারাবাহিকতায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে বিশ্ব একাদশকে পাঠাচ্ছে আইসিসি। বিশ্ব একাদশের কোচ হিসেবে থাকবেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার।
বিশ্ব একাদশ: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, স্যামুয়েল বদ্রি, জর্জ বেইলি, পল কলিংউড, বেন কাটিং, গ্রান্ট এলিয়ট, তামিম ইকবাল, ডেভিড মিলার, মরনে মরকেল, টিম পেইন (উইকেটরক্ষক), থিসারা পেরেরা, ইমরান তাহির ও ড্যারেন স্যামি।