পাকিস্তানে বাস-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১১


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    পাকিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবে বুধবার সকালে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত ও অপর ২২ জন আহত হয়েছে। দেশটির পুলিশ জানায়, পাঞ্জাব প্রদেশের লাইয়াহ্ জেলায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে এ দুঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

    এই ঘটনায় গুরুতর আহতদের পার্শ্ববর্তী জেলা মুলতানের একটি বড় হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, আহতদের মধ্যে ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বাসটিতে আনুমানিক ৫০ যাত্রী ছিল।

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, দ্রুতগামী বাসটির চালক অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরিত দিক থেকে আগত ট্রাক্টরটির সঙ্গে সংঘর্ষ ঘটে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ