পাকিস্তানে সিনেট উপনেতার গাড়ি বহরে হামলা: নিহত ২৫

নিউজ ডেস্ক.

পাকিস্তানের বেলুচিস্তানে প্রদেশে দেশটির প্রভাবশালী রাজনীতিক ও সিনেটের ডেপুটি চেয়ারম্যান আবদুল গফুর হায়দারির গাড়ি বহরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘঠেছে। এতে নিহত হয়েছেন অন্তত ২৫ জন। আহত হয়েছেন আরো অন্তত ৩৭ জন। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। তবে অক্ষত রয়েছেন আবদুল গফুর।
স্থানীয় সময় আজ শুক্রবার বেলুচিস্তানের রাজধানী কোয়েটা সফরে যান আবদুল গফুর হায়দারি। কোয়েটা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে মুসতাং শহরে তার গাড়ি বহর লক্ষ্য করে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এসময় তিনি স্থানীয় মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিলেন।
পাকিস্তানে সিনেট উপনেতার গাড়ি বহরে হামলা: নিহত ২৫
জেলার সরকারি স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শের আহমেদ জানান, এ বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ২৫ জন। আহত হয়েছেন আরো অন্তত ৩৭ জন। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। আহতদের মধ্যে ৮-১০ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
শক্তিশালী হামলা হলেও অক্ষত আছেন আবদুল গফুর হায়দারি। স্থানীয় চ্যানেল জিও টিভি জানায়, আবদুল গফুর বেঁচে আছেন। তিনি সামান্য আহত হয়েছেন। তিনি নিরাপদ স্থানে যাওয়ার পরে জিও টিভির সাংবাদিকের সঙ্গে ফোনে কথা বলেছেন।
টিভি ফুটেজে বেশ কয়েকটি গাড়ি ও মোটর সাইকেল বিধ্বস্ত হওয়ার ছবি প্রচার করা হয়েছে। প্রাথমিক তদন্তে এ হামলাকে আত্মঘাতী বলে বিবেচনা করা হচ্ছে। তবে এখনো কোনো সন্ত্রাসী কিংবা জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ