পাটগ্রামে ট্রাক ছিনতাইয়ের অভিযোগ


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট থেকে.


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাক আটকিয়ে ৫ লক্ষ ৬ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার সকালে ট্রাকের মালিক বুলু মিয়া বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে পাটগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    এর আগে রবিবার রাতে উপজেলার নবীনগর এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে।

    এজাহারে উল্লেখ আছে, রবিবার রাতে উপজেলার নবীনগর এলাকার বাসিন্দা অভিযুক্ত মোজাম্মেল, মঞ্জুরুল, জয়নাল, আঃ মান্নান, লাভলুসহ আরও অনেকে ওই এলাকার লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের গতিরোধ করে ট্রাকে থাকা ৫লক্ষ ৬হাজার টাকা লুট করে নিয়ে যায়।

    এ বিষয়ে ট্রাকের ড্রাইভার শাহ আলম বলেন, কয়েকজন লাঠি সোঠা নিয়ে ট্রাকের সামনে দাড়ায়। এ সময় তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে বাউরা ইউপি চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। চেয়ারম্যান আমাকে গাড়ির চাবি জমা দিয়ে চলে যেতে বললে আমি সেখান থেকে চলে যাই। তবে গাড়িতে ৫ লক্ষ্য ৬ হাজার টাকা ছিলো সেই টাকা কে নিয়ে গেছে তা আমার জানি না।

    অভিযুক্ত মঞ্জুরুল এ বিষয়ে বলেন, সব অভিযোগই মিথ্যা, ভিত্তিহীন। ওই ট্রাকের মালিকের কাছে আমি টাকা পাই। তাই ট্রাকটি আটক করি। পরে উপজেলার বাউড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ দুলাল বসুনিয়ার কাছে হস্তান্তর করেছি।

    এ বিষয়ে ট্রাকের মালিক বুলু জানান, তারা আমার ট্রাক আটকিয়ে ৫লক্ষ ৬ হাজার টাকা ছিনতাই করেছে। তাই আমি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি।
    বাউড়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ দুলাল বসুনিয়া জানান, ছিনতাই নয়, মঞ্জুরুল ট্রাকের মালিকের কাছে টাকা পায়। তাই সে ট্রাকটি আটক করে পরিষদে নিয়ে এসেছে।

    এ বিষয়ে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ