পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি.

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় বড় হামকুড়িয়া উত্তরপাড়া ও পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো, বড় হামকুড়িয়া উত্তরপাড়া এলাকার এরশাদ আলীর ছেলে রিজন (৬) ও কামাল হোসেনের ছেলে মিরাজ (১)।
শিয়ালকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (ইউপি মেম্বর) শাহজাহান আলী এসব তথ্য জানান। তিনি বলেন, বিকেল ৫টার দিকে রিজন গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা যায়। প্রায় দেড় বছর আগে সিয়াম (৪) নামে এরশাদ আলীর আরেক সন্তান পানিতে ডুবে মারা গিয়েছিল।
ওই ইউপি সদস্য বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে একই গ্রামের পূর্বপাড়ায় রিকশাচালক কামালে এক বছরের সন্তান মিরাজ খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তার লাশ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ