পানের বরজে সাড়ে ৩৬ কোটি টাকার ইয়াবা

নিউজ ডেস্ক.

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পানের বরজ থেকে চারটি বস্তায় ১২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য ৩৬ কোটি ৩০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শুক্রবার সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া-কুড়েরমুখ এলাকায় পানের একটি বরজ থেকে ইয়াবাগুলো উদ্ধার করে টেকনাফ-২ বিজিবি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, ওই এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসছে বলে জানা যায়। এই তথ্যের ভিত্তিতে বিজিবির কয়েকটি বিশেষ টহল দল সংশ্লিষ্ট এলাকায় নজরদারি করতে থাকে। সকালে জাহিদের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানে গিয়ে পানের বরজ থেকে চারটি বস্তায় ইয়াবাগুলো উদ্ধার করে।
বিজিবি সূত্র জানায়, তারা এককভাবে এ পর্যন্ত ইয়াবার যত চালান আটক করেছে, তার মধ্যে আজকের চালানটি সর্ববৃহৎ। এর আগে গত ১৬ এপ্রিল টেকনাফ থেকে ৯ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি আটক করেছিল তারা। উদ্ধার হওয়া ইয়াবাগুলো টেকনাফে বিজিবির ব্যাটালিয়ন সদরে রাখা হয়েছে। পর সেগুলো ধ্বংস করা হবে।
টেকনাফ ২ বিজিবির অধিনায়ক বলেন, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তে বিজিবির টহল জোরদার করায় এখন মাদক ব্যবসায়ীরা গভীর সমুদ্র দিয়ে ইয়াবার চোরাচালান করছে। তাই সমুদ্রে টহল ও নজরদারি আরো বাড়ানো দরকার।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ