পাবনা জেলায় বদ‌লি হলেন ও‌সি কৃপা সিন্ধু বালা


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

    ধুনট থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) কৃপা সিন্ধু বালাকে পাবনা জেলায় বদলী করা হয়েছে। আজ র‌বিবার রাজশাহী রেঞ্জের ডিআই‌জি কার্যালয়ের এক অ‌ফিস আদে‌শ এ তাকে বদলী করা হয়। রাজশাহী রেঞ্জের ডিআই‌জি আব্দুল বাতেন এই অ‌ফিস আদেশে স্বাক্ষর করেছেন।

    ২০২০ সালের মার্চে ধুনট থানার অ‌ফিসার ইনচার্জ হিসেবে দা‌য়িত্ব নেন কৃপা সিন্ধু বালা। এরপর তি‌নি করোনা প‌রি‌স্থি‌তিতে মান‌বিক পু‌লিশী কার্যক্রম প‌রিচালনা, মাদক বিরোধী অ‌ভিযান ও কয়েক‌টি হত‌্যা মামলার দ্রুত রহস‌্য উদঘাটন করে প্রশং‌সিত হোন।

    সম্প্রতি ও‌সি কৃপা সিন্ধু বালার বিরুদ্ধে এক‌টি ধর্ষণ মামলার আসামীর ব‌্যবহৃত মোবাইল সেট উদ্ধারের পর ওই মোবাইলের ভি‌ডিও মুছে ফেলার অ‌ভিযোগ ওঠে। তাছাড়া তার কার্যালয়ে বেড়েরবাড়ী গ্রামের হিটলু হত‌্যা মামলার প‌রিকল্পনা করার অ‌ভিযোগ রয়েছে। পৃথক মামলা দু‌টির বাদীরা পু‌লিশ সুপার বরাবর লি‌খিত অ‌ভিযোগ দেন। অ‌ভিযোগ দু‌টি তদন্তের কাজ করছে জেলা পু‌লিশ। এ অবস্থায় আজ তার বদলীর আদেশ দেয় রাজশাহী রেঞ্জের ডিআই‌জি।

    তার বদলীর বিষয়‌টি বগুড়ার অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (প্রশাসন) আলী হায়দা‌র চৌধুরী নি‌শ্চিত করেছেন।

      অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ