পাহাড় ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫২

নিউজ ডেস্ক.



প্রবল বর্ষণ ও পাহাড় ধসে বিপর্যস্ত রাঙামাটিতে নিখোঁজ আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে চতুর্থ দিনের মতো উদ্ধার অভিযানে রাঙামটি শহর থেকে একজন ও শহরের বাইরে থেকে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে অংশ নেওয়া চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসিম উদ্দীন সমকালকে এতথ্য নিশ্চিত করেছেন।

পার্বত্য অঞ্চলসহ পাঁচ জেলায় প্রবল বর্ষণ ও পাহাড় ধসের ঘটনায় এ নিয়ে ১৫২ জনের মরদেহ উদ্ধার হয়েছে, যার মধ্যে শুধু রাঙাামটিতেই উদ্ধার হয় ১১০টি মরদেহ। এর আগে বৃহস্পতিবার পর্যন্ত সব মিলিয়ে মৃতের সংখ্যা ১৫০ জনে দাঁড়ায়।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ