Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
ক্রীড়া ডেস্ক.
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হলেন নাজাম শেঠি। বৃহস্পতিবার লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বোর্ড অব গভর্নর্সের (বিওজি) সভায় পিসিবির ৩০তম চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন শেঠি।
সফলভাবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজনের নেপথ্য কারিগর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া শেঠি শাহরিয়ার খানের স্থলাভিষিক্ত হবেন এবং তিন বছর দায়িত্ব পালন করবেন।
শারিরীক কারণে সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে সরে দাঁড়ান শাহরিয়ার। বুধবার ১০ সদস্যের পিসিবি বোর্ড অফ গভর্নরস শেঠিকে নতুন চেয়ারম্যান বেছে নেয়। তবে পিসিবি চেয়ারম্যান হিসেবে নতুন মুখ নন শেঠি। এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধানের দায়িত্ব সামলেছেন। জুন ২০১৩ থেকে জুলাই ২০১৪ পর্যন্ত পিসিবি চেয়ারম্যান ছিলেন প্রখ্যাত সাংবাদিক নাজাম শেঠি।