পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি.



ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে সৌরভ চন্দ্র রায় (২২) নামে এক যুবকের মুত্যু হয়েছে। গতকাল রবিবার রাত অনুমান ৮ টার দিকে উপজেলার বাঁশগাড়া ছোট ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সৌরভ রায় বাঁশগাড়া গ্রামের নোনীগোপাল রায় এর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ঢেমু ট্রেনটি ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। এসময় বাঁশগাড়া ছোট ব্রীজ এলাকায় গেলে সৌরভ রায় ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। দিনাজপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ