Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820
নিউজ ডেস্ক.
রাজধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে (কেআইবি)তিন টাকায় ডিম বিক্রি করতে গিয়ে ঝামেলায় পড়েছে কর্তৃপক্ষ। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে ক্রেতাদের ছত্রভঙ্গ করে দিয়ে ডিম বিক্রি বন্ধ করে দয়। শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ (১৩ অক্টোবর) বিশ্ব ডিম দিবস উপলক্ষে রাজাধানীর খামারবাড়িস্থ কৃষিবিদ ইনস্টিটিউশনে তিন টাকা দরে ডিম বিক্রির আয়োজন করা হয়। কম দামে ডিম কেনার জন্য সকাল থেকে হাজার হাজার লোক সেখানে অবস্থান করেন। এক পর্যায়ে পরিস্থিতি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। পরে সকাল ১১টার দিকে পুলিশ ক্রেতাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এরপরই ডিম বিক্রি বন্ধ করে দেয় পুলিশ।
বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) এর সদস্য বিশ্বজিত রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডিম বিক্রি করতে গিয়ে ঝামেলা হয়েছে। তাই মাইকে ঘোষণা দিয়ে তিন টাকায় ডিম বিক্রির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ভবিষ্যতে বড় পরিসরে ডিম বিক্রির আয়োজন করা হবে।
উল্লেখ্য, বিশ্ব ডিম দিবস উপলক্ষে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি) ও প্রাণিসম্পদ অধিদপ্তর ৩ টাকা ধরে ডিম বিক্রি করার উদ্যোগ নেয়। সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত প্রতিটি ডিম ৩ টাকায় বিক্রি হবে বলে জানিয়েছিলো তারা। আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই ডিম বিক্রি করারা কথা। একজন ব্যক্তি সর্বোচ্চ ৯০টি ডিম কিনতে পারবে বলে জানিয়েছিলো কর্তৃপক্ষ।