পুলিশ জীবন দিয়ে গুলশান হামলা মোকাবিলা করেছে


Warning: Invalid argument supplied for foreach() in /home/dhunatbarta.net/public_html/wp-content/plugins/social-share-with-floating-bar/social-share-with-floating-bar.php on line 820

নিউজ ডেস্ক.



    অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান বলেছেন, রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলা জীবন দিয়ে মোকাবিলা করেছে বাংলাদেশ পুলিশ।

    শনিবার সকাল ১১টায় রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় নিহত দেশি-বিদেশী নাগরিকদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

    তিনি বলেন, জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এ সমস্যা সমাধানে বাংলাদেশ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গুলশান হামলার আগে এ ধরনের ঘটনার সাথে আমরা সেভাবে পরিচিত ছিলাম না। সে অবস্থায় তাদেরকে মোকাবিলা তাৎক্ষণিকভাবে আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। আমাদের সীমিত সামর্থের মধ্যে রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের দুইজন অফিসারকে হারিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেছি। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ যাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে চিহ্নিত না হয়; সেজন্য সব পদক্ষেপ আমরা নিয়েছি।

    তিনি আরো বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা এবং পুলিশের পেশাদারিত্ব দুটোকে মিলিয়ে আমরা দৃঢ় পদক্ষেপ নিয়েছি এবং জীবনবাজি রেখে বহির্বিশ্বে বাংলাদেশকে একটি সফল নিরাপদ রাষ্ট্র হিসেবে পরিচিত করতে সক্ষম হয়েছি। বিশ্বব্যাপী বাংলাদেশ পুলিশের ভূমিকা প্রশংসিত হয়েছে।

    অতিরিক্ত আইজিপি বলেন, বাংলাদেশের মানুষ এখন স্বস্তিতে রয়েছে, শান্তিতে রয়েছে। যেভাবে আমরা সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, ভবিষ্যতেও সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারব।

    এসময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অনুমতি ব্যতিত কপি করা থেকে বিরত থাকুন। -ধুনট বার্তা কর্তৃপক্ষ